আইফোনের চেয়েও ভারী স্ট্রবেরি!
স্ট্রবেরি ফলিয়ে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছেন ইসরায়েলের এক নাগরিক। কাদিমা-জোরান এলাকার বাসিন্দা এরিয়েল চাহির খামারে সম্প্রতি প্রায় ৩০০ গ্রাম ওজনের একটি স্ট্রবেরি ধরেছে। গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
পেল্লায় আকৃতির স্ট্রবেরিটির ওজন ২৮৯ গ্রাম। এটি ১৮ সেন্টিমিটার লম্বা আর ৪ সেন্টিমিটার পুরু। ইলান প্রজাতির স্ট্রবেরিটি এ আকারে আসতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন। গিনেস রেকর্ডস সম্প্রতি এ নিয়ে নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, খামারি এরিয়েল চাহি ওজন মাপার যন্ত্রে প্রথমে একটি আইফোন এক্সআর এবং তার পর সেই স্ট্রবেরির ওজন করছেন।