বাবা-মায়ের বিয়েতে বরযাত্রী সন্তানরা, নাচলেন নাতি-নাতনিরা
বাবা-মায়ের বিয়েতে বরযাত্রী হলেন সন্তানরা। একই সঙ্গে বিয়েতে নেচে, গেয়ে আনন্দ করেছেন নাতি-নাতনিসহ পরিবারের অন্য সদস্যরা। ঠিক এইরকম এক ঘটনার সাক্ষী হলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার বেলিয়াপুকুর এলাকার বাসিন্দারা। জানা গেছে, বাংলা ফাল্গুন মাসের ৩ তারিখ, ১৩৫৯ সালে রাজ্যের ভগবানগোলা থানার বামুনিয়া গ্রামের বিশ্বনাথ সরকারের সঙ্গে রঘুনাথগঞ্জ থানার ফেজালপুর এলাকার সুরোধনি সরকারের বিয়ে হয়।
বিয়ের পর তাদের কেটে গেছে বহু সময়। একসঙ্গে কাটিয়েছেন বহু বসন্ত। তাছাড়া বিয়ের ৭০তম বিবাহবার্ষিকীও পালন করছেন এ দম্পতি। বিশ্বনাথ সরকার ও সুরোধনী সরকারের ছয় ছেলে ও তিন মেয়ে নিয়ে সংসার। এরই মধ্যে বিয়ে হয়ে হয়েছে সব ছেলে মেয়ের। কথায় আছে বিয়ের পর ছেলে মেয়েরা বাবা-মাকে ভুলে যায়। কিন্তু সে কথা যে ভুল, তা প্রমাণ করে দিলো বিশ্বনাথ সরকার ও সুরোধনী সরকারের ছেলে-মেয়েরা।
কাজের সূত্রে সবাই এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। কিন্তু ছেলে মেয়েরা ভোলেনি তাদের বাবা মায়ের বিবাহবার্ষিকী।
- ট্যাগ:
- জটিল
- মা-বাবা
- বিবাহবার্ষিকী