পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নফাঁস’ করলেন কমিটির সদস্য!

জাগো নিউজ ২৪ রাজশাহী প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্সের চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক এবং পরীক্ষা কমিটির সদস্য ইসতিয়াক হোসাইন।


বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রশ্নপত্র ফাঁসের স্ক্রিনশর্ট জাগো নিউজের হাতে আসে। এ ঘটনায় বিভাগের ওই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানান পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মন্ডল। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরীক্ষার বিষয়গুলো খুবই স্পর্শকাতর। এ নিয়ে গোপনীয়তা রক্ষা করা পরীক্ষা কমিটির দায়িত্ব। তিনি এটা লঙ্ঘন করেছেন। এটা অবশ্যই একটি অপরাধ।


পরীক্ষা কমিটির সভাপতি আরও বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা হওয়ার কথা ছিল। আমরা পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি মিটিং করে এই প্রশ্নপত্র বাতিল করেছি। আপাতত ওই পরীক্ষা স্থগিত। নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী এধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও