নিউজিল্যান্ডে পাওয়া গেল ভৌতিক হাঙরের বাচ্চা

চ্যানেল আই নিউজিল্যান্ড প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২

 বিরল প্রজাতির একটি ভৌতিক হাঙরের বাচ্চার সন্ধান পেয়েছে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। স্বল্প পরিচিত বিরল প্রজাতির এ মাছটি একেবারে গভীর সমুদ্রে বাস করায় সচরাচর এটি চোখে পড়ে না। বিরল প্রজাতির এ ভৌতিক হাঙরগুলো ‘সিমেরা’ নামেও পরিচিত। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভৌতিক হাঙরের বাচ্চাটিকে সাউথ আয়ারল্যান্ডের ১.২ কি.মি (০.৭ মাইল) গভীর থেকে পাওয়া গেছে।


হাঙরটি খুঁজে পাওয়া গবেষক দলের একজন ড. ব্রিট ফিনুচি বলেন, এটিকে খুঁজে পাওয়া অনেকটাই অপরিকল্পিত। মূলত সমুদ্রের নীচে অন্য একটি গবেষণার অনুসন্ধানের সময়ে এটি খুঁজে পাওয়া গেছে। তিনি বলেন, গভীর সমুদ্রে বাস করা যেকোনও প্রজাতিকে খুঁজে পাওয়া দুষ্কর, বিশেষ করে ভৌতিক হাঙর গুলো বেশ রহস্যময় হওয়ায় তাদের খুঁজে পাওয়া আরও কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও