কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে

দৈনিক আমাদের সময় খায়রুল কবির খোকন প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৭

নূরুল হুদা নির্বাচন-কমিশনের অবসানের প্রাক্কালে একটা নতুন নির্বাচন কমিশন বসানোর ‘হাস্যকর সব তৎপরতা’ দেখে আমরা হাসব না কাঁদব ভেবেই পাচ্ছি না। ‘জ্ঞানপাপী’ শব্দটা অভিধানে কেন কবে কে বসিয়েছিল জানার হয়তো উপায় নেই, তবে সেটি ‘যথেষ্ট উপযোগী’ প্রমাণের একটা চমৎকার সুযোগ পাওয়া গেল!


এ দেশে গত প্রায় চার দশক ধরে জেলার ডেপুটি কমিশনার, এমনকি উপজেলা নির্বাহী অফিসারগণ জাতীয় নির্বাচন ব্যবস্থাপনায় অত্যন্ত ক্ষমতাধরের ভূমিকায়, তাদের সেই ক্ষমতা থেকে দূরে রাখার সহজ উপায় নেই। তারা সবচেয়ে শক্তিধরের জায়গাটা লাভের সুযোগ পেয়ে গেছেন, এই ক্ষমতাধর গোষ্ঠীর ভেতরে আরও যোগ হয়েছে জেলা পুলিশ সুপারগণ (সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ)। আর এরই মধ্যে যোগ হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিশাল প্রভাব বিস্তারের চেষ্টা। সত্য বটে, নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পাদনের সময়কালে এসব মাঝারি ও পাতি আমলাগণ বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করে থাকেন। তবে সেটা নিতান্তই আনুষ্ঠানিকতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও