হতাশায় ঘুমিয়ে পড়েছিলেন, উঠে দেখেন কোটিপতি
এবারের আইপিএলের মেগা নিলামে অনেক কিছুই ঘটল। সঞ্চালকের অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়া, কারও আকাশছোঁয়া দাম, কারও রেকর্ড গড়া, আবার অনেক বড় তারকার দল না পাওয়া—সবকিছুই দেখা গেছে বেঙ্গালুরুতে হয়ে যাওয়া নিলামে।
তবে, এত ঘটনার মধ্যে কিছুটা অবাক করেছে নিলামে কয়েকজনের কোটিপতি বনে যাওয়া। তাঁদেরই একজন ভারতের উত্তর প্রদেশের পেসার যশ দয়াল। রঞ্জি ট্রফি নিয়ে ব্যস্ত থাকা যশ ভেবেছিলেন নিলামে তাঁর নামই উঠবে না। তাই, হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ঘুম থেকে উঠে দেখেন, নিলামে তো নাম উঠেছেই, সেইসঙ্গে কোটিপতি বনে গেছেন তিনি।