![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/02/16/baby-ghost-shark-160222-01.jpg/ALTERNATES/w640/baby-ghost-shark-160222-01.jpg)
বাচ্চা `ভুতুড়ে' হাঙ্গরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
নিউ জিল্যান্ডের বিজ্ঞানীরা একটি বাচ্চা ভুতুড়ে হাঙ্গরের সন্ধান পেয়েছেন; মাছের স্বপ্ল পরিচিত এই প্রজাতিটি মহাসাগরের গভীরে ছায়াময় স্থানে বসবাস করে।
ভুতুরে হাঙ্গর চিমায়েরা নামেও পরিচিত। এসব হাঙ্গর খুব কম দেখা যায় আর এদের বাচ্চা বয়সীদের দেখা যায় আরও কম।
বিজ্ঞানীরা নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাছে মহাসাগরের প্রায় ১২০০ মিটার গভীর থেকে সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চা ভুতুরে হাঙ্গরটিকে সংগ্রহ করেছেন বলে বিবিসি জানিয়েছে।
- ট্যাগ:
- জটিল
- অদ্ভুতুড়ে প্রাণী
- হাঙ্গর