রজবের ইবাদতেই কাটবে গুনাহের আসক্তি!
এমন অনেক মানুষ আছে, যারা গুনাহের কাজে আসক্ত, আবার অনেকেই নিজেদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তুলতে চান কিন্তু মনেপ্রাণে চাওয়া সত্ত্বেও গুনাহের কাজ থেকে বেরিয়ে আসা বা ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব হয় না। তাদের জন্য সুবর্ণ সুযোগ রজব মাস। এই রজব মাসের আমল-ইবাদতের চর্চাই গুনাহের আসক্তি থেকে মুক্তি দিতে পারে; ভালো অভ্যাস গড়ে তোলার উপায় হতে পারে। কিন্তু কীভাবে?
রজব মাসে আমল ইবাদতের চর্চায় ভালো অভ্যাস গঠন এবং গুনাহের কাজের আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় বলে উল্লেখ করেছেন ইসলামিক গবেষক ও উলামায়ে কেরাম। কারণ-
‘আশহুরে হুরুমের (৪ মাস : রজব, জিলকদ, জিলহজ এবং মহররম) বৈশিষ্ট্য হলো- এসব মাসের (ভালো হওয়ার প্রচেষ্টা) ইবাদতের প্রতি যত্নবান হলে, (বছরের) বাকি মাসগুলোতে ইবাদতের (ভালো কাজের) তাওফিক হয়। আর আশহুরে হুরুমে (মাসগুলোতে) কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকতে পারলে, অন্যান্য মাসেও গুনাহ পরিহার করা সহজ হয়।’ (আহকামুল কোরআন, মারেফুল কোরআন)