কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মথুরা: বড় বৈপরিত্য মন্দির-মসজিদে

ডয়েচ ভেল (জার্মানী) উত্তর প্রদেশ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৮

উত্তরপ্রদেশের ভোটে বড় বেশি করে শোনা যাচ্ছে মন্দির-মসজিদ বিতর্ক। মথুরা ঘুরে সেই বিতর্কের খোঁজে ডিডাব্লিউ।


শ্রীকৃষ্ণজন্মস্থানের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তার থেকেই সরু একটা গলি নেমে গেছে রেললাইনের দিকে। এই লাইন দিয়ে মথুরা থেকে বৃন্দাবন ট্রেন যায়। এমন পুতিগন্ধময় রেললাইন সম্ভবত খুব কমই আছে। 


রেললাইনের উপরে মোষের বাচ্চার কাটা শরীর পচছে। একটা মরা কুকুরের পচা শরীর থেকে বের হওয়া দুর্গন্ধে বাতাস ভারি। রেললাইনের দুই পাশে স্তূপীকৃত ঘুঁটে। দেওয়ালেও বিশাল বিশাল গোবরচিহ্ন। এর মধ্যে দিয়ে উঠে গেছে সিঁড়ি। শ্রীকৃষ্ণজন্মস্থানের লাগোয়া শাহি ইদগা মসজিদের দিকে।


শ্রীকৃষ্ণজন্মস্থানের পাশে এই মসজিদটি ঔরঙ্গজেব তৈরি করেছিলেন ১৬৭০ সালে। সাড়ে তিনশ বছর পরেও যা নিয়ে বিজেপি, সঙ্ঘ পরিবার ও হিন্দু সংগঠনগুলির আপত্তির শেষ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও