কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চামড়ার ভালো দাম না পাওয়ার কারণ খোঁজার তাগিদ এনবিআরের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭

কমপ্লায়েন্স বা বিধিবিধান অনুযায়ী উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতের অভাবে রপ্তানিকারকরা চামড়ার ভালো দাম পাচ্ছেন না বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, শুধুমাত্র কর প্রণোদনা দিয়ে চামড়া খাতের বিকাশ সম্ভব না। চামড়ার ভালো দাম না পাওয়ার কারণ খুজেঁ বের করার তাগিদও দিয়েছেন তিনি।


মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, কমপ্লায়েন্সে ইস্যুতে অনেক ক্ষেত্রেই রপ্তানিকারকরা চামড়ার দাম পান না। আপনাদের (রপ্তানিকারক) অনেক সমস্যা আছে। শুধুমাত্র কর প্রণোদনা দিলে এই শিল্পের বিকাশ ঘটবে, উন্নয়ন হবে, তা কিন্তু নয়। আপনারা এখন বাইরে থেকে চামড়া কেনেন।


তাহলে এই কমপ্লায়েন্স করতে হলে কী করতে হবে, চামড়া ভালো দাম পাওয়ার অন্তরায় কী আছে, সেগুলো বের করা ও সমাধান করার ব্যবস্থা নিয়ে আপনাদের নিজেদের মনে হয় একটু চিন্তা করা দরকার। মিনিস্ট্রির সঙ্গে বসা দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও