কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ময়লার স্তূপ থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে দম্পতিদের আবেদন

জাগো নিউজ ২৪ লালমনিরহাট প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৯

লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। শিশুটিকে দত্তক নিতে তারা জেলা শিশু কল্যাণ সমিতির সভাপতি ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এতথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, শিশুটি উদ্ধার হওয়ার পর থেকে অনেক দম্পতি খোঁজখবর নিয়েছেন। তবে শিশুটিকে দত্তক নিতে কয়েকটি পরিবার লালমনিরহাট শিশু কল্যাণ সমিতির সভাপতি ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি (ময়লার স্তূপ থেকে নবজাতকটিকে (কন্যাশিশু) জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নেওয়াজ মোরশেদ জানিয়েছেন, শিশুটির চিকিৎসা চলছে। বর্তমানে সুস্থ আছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও