প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কায় মানসিক স্বাস্থ্যের ‘মাশুল’ গুনছে টোঙ্গা
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এর ফলে সৃষ্ট সুনামির আঘাতের ক্ষতি কাটিয়ে উঠতে লড়ছে টোঙ্গা। কেবল অর্থনৈতিক বা অবকাঠামোগত ক্ষতি নয়, বরং মানসিকভাবেও টোঙ্গার নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হু’আকাভেমিলিকু সিয়াওসি সভালেনি।