কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বসনিয়ায় বৈধ বাংলাদেশি নির্মাণকর্মী, নতুন সম্ভাবনা

ডয়েচ ভেল (জার্মানী) বসনিয়া প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২

জার্মানি, ইটালি কিংবা হাঙ্গেরি–ভবিষ্যতে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার কথা ভাবছেন না নির্মাণকর্মীরা৷ বরং বসনিয়ায় থাকতে আগ্রহী বাংলাদেশি এই নির্মাণকর্মীরা৷ কেউ অন্য দেশে কাজ করে তারপর বসনিয়ায় এসেছেন৷ কেউ বা বাংলাদেশ থেকে এসেছেন কয়েক মাস আগে বসনিয়া থেকে ইউরোপের অন্য দেশে যেতে চান না তারা, থেকে যেতে চান এ দেশেই৷ নানা শহরে নির্মাণকর্মী হিসেবে কাজ করছেন বাংলাদেশিরা৷ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বসনিয়া-সার্বিয়া সীমান্তের জেভরনিকে ১২তলা একটি বিল্ডিং বানাচ্ছেন বাংলাদেশি নির্মাণকর্মীরা৷


বসনিয়ায় অভিবাসীদের কথা তুলে ধরেছেন ডয়চে ভেলে বাংলার প্রতিবেদকেরা৷ নির্মাণ সংস্থার তরফে এই কর্মীদের বৈধভাবে বসনিয়ায় নিয়ে আসতে সাহায্য করছেন মহিউদ্দীন তালুকদার মঈন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এখানে নির্মাণ কাজের জন্য দক্ষ লোক তেমনভাবে পাওয়া যায় না৷ বসনিয়ার তরুণেরাও অন্য দেশে চলে যাচ্ছে৷ এদিকে দক্ষিণ এশীয়রা অত্যন্ত পরিশ্রমী, দক্ষ৷ অভিজ্ঞ লোক চাইছে এই দেশও৷ সবমিলিয়ে কর্মসংস্থানের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এখানে৷’’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও