ইংল্যান্ডে প্রদর্শিত হবে ‘বিটলস’ সদস্যদের ব্যবহৃত বিরল নোটবুক

www.tbsnews.net যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৭

দ্য বিটলস ব্যান্ডের হিট গানগুলোর হাতে লেখা লিরিক্সসহ বেশ কিছু গানের রেকর্ডিং নোট লেখা একটি নোটবুক প্রদর্শিত হবে ইংল্যান্ডের লিভারপুলের একটি জাদুঘরে।


১৯৬৭ থেকে ১৯৬৮ সালে ব্যান্ড সদস্যদের ব্যবহৃত এই নোটবুকে পল ম্যাককার্টনির লেখা 'হে জুড' গানের লিরিক্সও রয়েছে। এছাড়া আছে 'সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড' গানের কিছু অংশ এবং 'অল ইউ নিড ইজ লাভ' গানের জন্য জর্জ হ্যারিসনের রেকর্ডিং নোট।


নোটবুকে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার এর আঁকা ডুডলও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও