![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F13252db4-9d01-49f1-8796-d8f3b3ed53cf%252Frakhi_ritesh.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ছাড়াছাড়ির পর অবসাদে ভুগছেন রাখী
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯
ভালোবাসা দিবসের এক দিন আগে স্বামী রিতেশের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় বিটাউনের ড্রামা কুইন রাখী সাওয়ান্তের। তার পর থেকে ভীষণ ভেঙে পড়েছেন তিনি। বিচ্ছিন্ন হওয়ার পর যেন বুঝতে পারছেন, কতটা ভালো তিনি বাসতেন রিতেশকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।
গত রোববার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে রাখী জানান, রিতেশ আর তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুজন মিলেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাখী জানিয়েছেন, বিচ্ছেদের সিদ্ধান্ত রিতেশের একার। এই সিদ্ধান্ত তাঁর নয়। রাখী বলেছেন, ‘রিতেশকে আমি সত্যিই ভালোবাসি। সে যদি ফিরে আসতে চায় তো আমি তার জন্য এক বছর অপেক্ষা করতে রাজি আছি।’ বলিউডের এই আলোচিত আইটেম গার্ল জানিয়েছেন, রিতেশের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মানসিক অবসাদে ভুগছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৭ মাস আগে
দেশ রূপান্তর
| মুম্বাই
১ বছর, ৭ মাস আগে
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৯ মাস আগে