![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/02/15/82c776ce063d73f6b92d452a06d9d1f7-620b8e0e3e480.jpg)
হিজাব বিতর্ককর্ণাটকে পরীক্ষায় বসতে দেওয়া হল না ২ শিক্ষার্থীকে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৩
ভারতের কর্ণাটকে হিজাব পরিহিতা থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি দুই শিক্ষার্থীকে। কর্ণাটকের উদুপি ও শিবামোগা জেলার দুটি বিদ্যালয়ে ওই দুই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে হতে এ তথ্য জানা গেছে।
উদুপির একটি স্কুলের একটি বিদ্যালয়ের হিজাব পরায় এক শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, হিজাব পরায় তাঁর সন্তানকে পরীক্ষা অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে বসতে বাধ্য করা হয়েছিল।