Digital Currency: সরকারের নজর এড়িয়ে পারবেন সন্তানের চকোলেট কিনতে? ডিজিটাল মুদ্রা নিয়ে এগুলো জেনে রাখা ভাল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৫

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে ডিজিটাল টাকায় সিলমোহর দিয়ে দিয়েছেন। শীর্ষ ব্যাঙ্কও এই প্রস্তাব রূপায়ণে কোমর বেঁধে লেগে পড়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।


ঘটনাক্রম সাজালে মনে হতেই পারে যে ডিজিটাল টাকা যেন শুধু ফোনের মুঠোতে ভরার প্রতীক্ষায়। তাই উপরের অনুচ্ছেদের শেষ বাক্যটি লেখা। কিন্তু যদি সব ঠিকঠাক করে এই প্রস্তাবকে রূপায়ণ করতে হয়, তা হলে হয়ত ডিজিটাল টাকা ফোনে ভরার থেকে আমরা এখনও অনেক কদম পিছিয়েই। তবে সাম্প্রতিক ইতিহাস সাক্ষী, কোনও প্রকল্প রূপায়ণের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীদের কাছ থেকে এলেই তা আগে রূপায়ণ করে তারপর তার ত্রুটি সংশোধনের প্রবণতা বাড়ছেই। তাতে নাগরিকের স্বার্থ যতই ক্ষুণ্ণ হোক না কেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও