জেমস ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩
মহাকাশ থেকে ছবি পাঠানো শুরু করেছে নাসার সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ ‘জেমস ওয়েব টেলিস্কোপ’। এ ছবির মধ্যে টেলিস্কোপটির প্রাথমিক আয়নার সেলফিও রয়েছে।
নাসা জানিয়েছে, প্রকাশিত ছবিটি একটি তারার। যা টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ১৮টি সেগমেন্ট ব্যবহার করে তোলা হয়েছে। জেমস ওয়েব থেকে তোলা ছবিটিতে দেখা গিয়েছে, ২৫৮ আলোকবর্ষ দূরে একটি তারার আলো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ছবি
- স্পেস টেলিস্কোপ