![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2013/10/07/-gazipur-deadbody-tm.jpg/ALTERNATES/w640/-Gazipur-Deadbody-tm.jpg)
জামালপুরে ট্রেনের নিচে প্রাণ গেল ২ যুবকের
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন।
রোববার সন্ধ্যা ও গভীর রাতে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরিষাবাড়ীর মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে সজিব আহম্মেদ (২৫) ও ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলেজুলহাস উদ্দিন (২০)।
জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন জানান, সজিব আহম্মেদ রোববার রাতে সরিষাবাড়ীর চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ডাউন মেইল ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।