এবার মিয়ানমার ছাড়ছে জাপানি কোম্পানি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯

মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা দখলের পরই ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সমস্যা সমাধানের কোনো পথ না দেখে একের পর এক বিদেশি কোম্পানি মিয়ানমার ছাড়ছে। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে জাপানের পানীয় কোম্পানি কিরিন হোল্ডিংস। সোমবার (১৪ ফেব্রুয়ারি) কোম্পানিটি মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয়। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোম্পানির ঘোষণার পর কিরিনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ইয়োশিনোরি ইসোজাকি বলেন, এটা খুবই হতাশাজনক। কারণ বিয়ারের ব্র্যান্ডটি এখনো দেশটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে।


কিরিন এক বিবৃতিতে জানায়, মিয়ানমার ছাড়ার ক্ষেত্রে স্থানীয় কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মানবাধিকার নীতি অনুযায়ী সব অংশীদারদের যথাযথভাবে বিবেচনা করা হবে। এর আগে জানুয়ারিতে বিশ্বের জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান টোটাল-শেভরন-শেল মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও