কেন্দ্রীয় ব্যাংকের চেকের বিপরীতে ঋণ ছাড় নয়
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪
কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণের টাকা ছাড় করাতে বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করছে। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ওই আর্থিক প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে টাকা ছাড় করা হচ্ছে। তাই ঋণে অনিয়ম করেও অনেকে আড়ালেই থেকে যাচ্ছে। কারণ, এসব চেকের লেনদেন খতিয়ে দেখা হয় না। সে জন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে একটি চিঠি দিয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা গেছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করে ঋণগ্রহীতা বা তাদের মনোনীত প্রতিষ্ঠান কিংবা সরবরাহকারীকে ঋণ/লিজ/বিনিয়োগের অর্থ ছাড় করছে, যা বিধিসম্মত নয়। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করে কোনো ঋণগ্রহীতা বা তাদের নির্বাচিত ও মনোনীত প্রতিষ্ঠান কিংবা সরবরাহকারীকে ঋণ/লিজ/বিনিয়োগের অর্থ ছাড় না করার জন্য পরামর্শ দেওয়া হলো।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে