You have reached your daily news limit

Please log in to continue


বিদায়ী নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন করার দাবি রবের

‘নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে খাদের কিনারে রেখে যাওয়া এবং সংবিধানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বিনষ্ট করার’ দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি, সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এ দাবি করেন।

রব উল্লেখ করেন, ‘সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা ও লঙ্ঘনের মাধ্যমে নির্বাচন কমিশন রাতের আঁধারে ভোট সম্পন্ন করে সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দেওয়ার অপরাধে অপরাধী হয়েও নিরাপদে প্রস্থান করা গণতান্ত্রিক সমাজের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যেকোনও প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে উৎসাহিত হবে এবং এই প্রবণতা ভবিষ্যতেও সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন