Same Sex Love: সমপ্রেম কেন লুকিয়ে রাখতে হবে! প্রেম দিবসে আলোচনায় অনুত্তমা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৬

প্রেম দিবস নিয়ে ব্যস্ত চারপাশ। শুধু আজ, ১৪ ফেব্রুয়ারি নয়, গত কয়েক দিনে দোকানপাট ছেয়ে গিয়েছে লাল-গোলাপি উপহারের মোড়ক, ফুল, কার্ডে। রেস্তরাঁয় ভিড় জমেছে। বাতাসে এখন ভালবাসার গন্ধ মঁ মঁ করছে যেন। কিন্তু এ সবের মধ্যে জায়গা আছে কি সমপ্রেমীদেরও? কোথাও দেখা যায় দুই যুবক কিংবা দু’জন তরুণীর হাতে হাত রাখার দৃশ্যে সাজানো কার্ড, পোস্টার?



‘রাখার ইচ্ছা থাকলেও, রাখা যায় নাকি? লোকে কী বলবে!’ অধিকাংশ ক্ষেত্রে এমনই উত্তর মিলবে। আর এই ‘লোকের’ ভয়ে প্রেম আড়াল করার কিছু সমস্যা নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউবে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এটিই ছিল প্রথম পর্ব। এ পর্বের বিষয় ‘সমপ্রেম’।



সমপ্রেম নিয়ে ছুৎমার্গ রয়েছে এখনও সমাজের নানা স্তরে। তেমনই কিছু অভিজ্ঞতার কথা উঠে এল সোমবারের আলোচনায়। প্রতি পর্বের আগেই অনুত্তমার কাছে পাঠানো যাবে প্রশ্ন, ভাবনা, মতামত। এ বার নানা জনের কাছ থেকে ই-মেলে তেমন কিছু প্রশ্ন পেয়েছিলেন মনোবিদ। মাঝবয়সি বধূ জানালেন স্কুলবেলার বান্ধবীর কথা। বছর দুয়েক ছিল সম্পর্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও