নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাসের চাঁদ দেখার পর থেকেই রমজান পাওয়ার আকাঙ্ক্ষা বার বার করতেন। রমজানের চাঁদ না দেখা পযন্ত তিনি আল্লাহর কাছে রমজান পাওয়ার আকাঙ্ক্ষা করতেন। তিনি এভাবে দোয়া করতেও শিখিয়েছেন-
اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবান; ওয়া বাল্লিগনা রামাদান।’
‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’