![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/blind-date-bild-2202140502.jpg)
পাঁচটি ভুল বিগড়ে দিতে পারে আপনার প্রথম ডেটের আনন্দ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১
শীতকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে বসন্তের। এই বসন্তেই বইছে ভালোবাসার বাতাস। আজ সারাবিশ্বে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। প্রেমিক যুগলরা এই দিনটিকে ঘিরে নানা পরিকল্পনা করে থাকেন। অনেকের জন্যই আজকের দিনটি সঙ্গীর সঙ্গে প্রথম দেখা করার দিন।
তাইতো এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য চলে নানান প্রচেষ্টা। কারণ যত যাই হোক, প্রথম ডেটে সামান্য ভুলও সারাটা দিন খারাপ কররে দিতে পারে। তাই চলুন জেনে নেয়া যাক এমন পাঁচটি ভুল সম্পর্কে যা আপনার প্রথম ডেটের আনন্দ বিগড়ে দিতে পারে-
- ট্যাগ:
- লাইফ
- ডেটিং
- ডেটিংয়ের সুযোগ