আইন প্রয়োগের শিথিলতায় বাড়ছে সড়ক দুর্ঘটনা
আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বিষয়টি আদৌ সরকারের গায়ে লেগেছে কি না। বাবার শ্রাদ্ধের কাজে যোগ দিতে গিয়ে একসঙ্গে পাঁচটা ভাই মারা গেল সড়কের পাশে। তাও এমন একটা গাড়ির চাকায় তাঁদের প্রাণ গেল, যে গাড়িটি আনফিট এবং এর চালকও আনফিট। আমার কাছে এটা একটা সাংঘাতিক ব্যাপার এবং ভূমিকম্প হয়ে যাওয়ার মতোই ঘটনা।
এটা আমাদের মহান জাতীয় সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে পড়ার মতো একটি ঘটনা। আমাদের মাননীয় আইন প্রণেতাদের তীব্র প্রতিবাদের মুখে সংসদ থেকে বিবৃতি আসার মতো ঘটনা এটা। কক্সবাজারের চকরিয়ায় সংঘটিত এমন একটা হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা শুধুই একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের আইন প্রয়োগের ব্যাপারে রাষ্ট্রের দায়িত্বশীলদের অবহেলা, অনিচ্ছা, অনাগ্রহের সংস্কৃতিরই একটা অংশ।