সখীপুরে ‘গায়েবি’ মামলায় বিএনপির ৪৯ নেতা–কর্মী কারাগারে
টাঙ্গাইলের সখীপুরে একটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ নেতা–কর্মীকে আজ রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের হওয়া মামলাটি ‘গায়েবি’ বলে অভিযোগ বিএনপির।
আসামিপক্ষের আইনজীবী এস এম ফায়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেলে ওই মামলার ৫৯ আসামি টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অসুস্থ ও শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি বিবেচনা করে ১০ জনকে আদালত জামিন দিয়েছেন।