সোশ্যাল মিডিয়ায় আসক্তি ঠেকাতে আইন প্রস্তাব

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৫

ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি ব্যবহারকারীদের আসক্তি মোকাবিলায় নতুন বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। ডেমোক্রেটিক পার্টির সিনেটর এমি ক্লবুশার এবং রিপাবলিকান পার্টির সিনেটর সিনথিয়া লুমিসের ওই প্রস্তাবের অধীনে গবেষণায় নামবে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’ এবং ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’।


সিনেটর ক্লবুশারের দপ্তর থেকে পাওয়া এক বিবৃতির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি মোকাবিলায় ফেসবুকের মতো অন্যান্য প্রতিষ্ঠানের সম্ভাব্য করণীয় নিয়ে গবেষণা করবে সংস্থা দুটি। ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’ এবং ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’র গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালা তৈরি করবে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’। নীতিমালা না মানলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও