কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আটক’ আফগান নারী অধিকারকর্মী তামানা জারিয়াবি ‘ছাড়া পেয়েছেন’

এনটিভি প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০

আফগানিস্তানে গত মাসে একদল বন্দুকধারীর হাতে ‘আটক’ হওয়া দেশটির নারী অধিকারকর্মী তামানা জারিয়াবি পারিয়ানি ছাড়া পেয়েছেন।


বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্র বিবিসিকে তাঁর মুক্তির খবর নিশ্চিত করেছে। তবে ছাড়া পেলেও পারিয়ানির স্বাস্থ্যের অবস্থা জানা যায়নি, বলেছে সূত্র দুটি।


নারী অধিকার বিষয়ক এক বিক্ষোভে অংশ নেওয়ার পর তামানা জারিয়াবিকে তাঁর কাবুলের পারওয়ান-২ এলাকার অ্যাপার্টমেন্ট থেকে আটকের খবর মিলেছিল।


তালেবান যোদ্ধারা তাঁকে নিয়ে গেছে বলে অভিযোগ উঠলেও গত বছরের অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া গোষ্ঠীটি পরে পারিয়ানিকে আটকের কথা অস্বীকার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও