পরিচালকদের এককভাবে ২, সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতেই হবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজনেস আওয়ার টোয়েন্টিফোর ডটকম এই সেমিনারের আয়োজন করে। বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ার ধারণের ক্ষেত্রে দুই শতাংশ ও ৩০ শতাংশের ক্ষেত্রে আমরা অটল। এটা ঠিক রাখতেই হবে। আপনি একটি কোম্পানির পরিচালক হবেন, কোম্পানি চালাবেন কিন্তু দুই শতাংশ শেয়ার রাখবেন না, এটা কেমন কথা?
তাহলে আপনার ইন্টারেস্ট কি? খালি বেতন-ভাতা নেওয়া, সুবিধা নেওয়া? আপনি যদি সেটার পার্ট না হন, তাহলে অন্যদের স্বার্থ রক্ষা করবেন কীভাবে? দুই শতাংশ শেয়ার ধারণ, সেটা করতেই হবে। তিনি বলেন, কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বিষয়টি অনেকে বলে ঠিক না।