মঙ্গলে যাওয়ার রোবট বানায় যারা
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম সেরা ও মর্যাদাপূর্ণ রোবটিক্স প্রতিযোগিতা। মঙ্গল গ্রহে অভিযান চালাতে সক্ষম যে কোনো নতুন ও সৃজনশীল আবিস্কারের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মার্স সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক এ আসরের ফাইনাল রাউন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ প্রদেশের মার্স ডেসার্ট রিসার্চ স্টেশন-এমডিআরএসে অনুষ্ঠিত হয়। নিয়মিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলতরী।
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-ইউআরসি
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-ইউআরসি ২০২০-এর ফাইনালিস্টদের মধ্যে সেরা তিনে স্থান করে নিয়েছিল মঙ্গলতরী। এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা এবং একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ওই আসরে ফাইনালে উঠেছিল ব্র্যাক ইউনিভার্সিটির দলটি। তবে মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়নি। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ এমন এক প্রতিযোগিতা, যেখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নকশা করা মঙ্গল যান বা রোভার প্রদর্শিত হয়।