ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিল অস্ট্রেলিয়া
বার্তা২৪
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০
রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মুখে ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনের পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করে কিয়েভের অস্ট্রেলিয়ান দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) ইউক্রেন থেকে অস্ট্রেলিয়ার দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আচরণ স্বৈরাচারী, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, সরকার রাজধানী কিয়েভের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সেখানকার কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।