 
                    
                    ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশি
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত জাতিসংঘের পাঁচ কর্মীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন৷ তাঁর নাম একেএম সুফিউল আনাম৷ তিনি ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে কর্মরত।
সুফিউল আনামের পরিবারের বরাতে এসব তথ্য প্রথম আলোকে জানিয়েছেন জাতিসংঘের উচ্চপদে কর্মরত আরেক বাংলাদেশি কর্মকর্তা। আজ রোববার দুপুরে তিনি সুফিউলের পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মাধ্যমে প্রথম আলোকে বেশ কিছু তথ্য জানানো হয়৷
গত শুক্রবার কাজ শেষে অ্যাডেনে ফেরার সময় জাতিসংঘের ৫ কর্মী অপহৃত হন। রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘ স্থানীয় সময় গতকাল শনিবার বিষয়টি জানিয়েছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি৷
জাতিসংঘের ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সুফিউল আনাম সাবেক একজন সেনা কর্মকর্তা। তিনি প্রায় ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। সুফিউল ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে অপহরণ হওয়া বাকিরা ইয়েমেনেরই নাগরিক। একমাত্র সুফিউলই বিদেশি৷
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                