ওয়াসা প্রকল্প নিলেই ব্যয় বাড়ে
ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির ৬৫ ভাগই আসে ভূগর্ভস্থ উৎস থেকে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ফলে প্রতিবছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকায় আনার জন্য একটি প্রকল্প নেয় ওয়াসা। মূলত প্রকল্পটি নেওয়া হয়েছিল ভূ-উপরিস্থ উৎস থেকে পানি সরবরাহ বাড়াতে। কিন্তু ৯ বছর আগে নেওয়া প্রকল্পটির মেয়াদ দুই দফায় বাড়ানোর সঙ্গে ব্যয়ও বেড়ে যায় প্রায় তিন হাজার কোটি টাকা। কিন্তু ফল হচ্ছে এখন পর্যন্ত অর্ধেক কাজও শেষ হয়নি।
মেঘনা নদীর পানি শোধনের জন্য নেওয়া ঢাকা ওয়াসার নেওয়া এ প্রকল্পের নাম ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’। তবে প্রকল্পটি ‘গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প’ নামে বেশি পরিচিত। প্রকল্পটির কাজ শুরু করে ২০১৩ সালের অক্টোবরে। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা। মেয়াদ ছিল ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। কাজ শেষ না হওয়ায় ২০২২ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ এক দফা বাড়ানো হয়। সংশোধিত প্রকল্পে ২ হাজার ৯০৩ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। এটি এখন ৮ হাজার ১৫১ কোটি টাকার প্রকল্প। নতুন করে প্রকল্পের মেয়াদ আরেক দফা ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বর্ধিত সময়েও কাজ শেষ হবে কি না, তা নিয়ে এখনই সংশয় তৈরি হয়েছে।