কিডনি বিকল বেরোবি শিক্ষার্থী বীনার, চিকিৎসায় প্রয়োজন ২০ লাখ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী বীনা রানী। তার দুটি কিডনি বিকল। দিন দিন অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার। ডাক্তার দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। তবে তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বীনা রানীর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বীনার বাবা দীনেশ চন্দ্র রায়। তিনি কৃষিকাজ করেন। বীনা পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। এক ভাই মাস্টার্স শেষ করে বেকার। অন্য ভাই দেবীগঞ্জ কলেজে এইসএসসির শিক্ষার্থী।