ই-বর্জ্যে চলে বোরাক এনার্জিয়ার ই-বাইক
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৮
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইয়ুথ কো-ল্যাব আয়োজিত চতুর্থ বাংলাদেশ স্প্রিংবোর্ড গ্র্যান্ড পিচ পর্বে প্রথম রানার-আপ হয়েছে ‘বোরাক এনার্জিয়া’। প্রতিষ্ঠানটির তৈরি ই-বাইক চলে ই-বর্জ্য থেকে উৎপাদিত শক্তিতে। খোঁজখবর নিয়েছেন রিয়াদ আরিফিন
ই-বর্জ্য থেকে ব্যাটারি
দীর্ঘদিন ব্যবহারে মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি অকেজো হয়ে যায়। ফেলে দেওয়া হয় সেসব ব্যাটারি।