You have reached your daily news limit

Please log in to continue


মুঠোফোনে সঞ্চয় করছেন ৪০ হাজার বিকাশ গ্রাহক

সাবেক স্কুলশিক্ষক ও খিলগাঁওয়ের বাসিন্দা ফাতেমা রকিব নিজের মুঠোফোনে বিকাশ অ্যাপসের মাধ্যমে গত সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসিতে সঞ্চয়ী হিসাব খুলেছেন। কিস্তির টাকা জমা দিয়েছেন বিকাশের মাধ্যমেই। তাঁর মতো বিকাশের প্রায় ৪০ হাজার গ্রাহক এখন আইডিএলসির সঞ্চয়ী গ্রাহক। সুদও মিলছে আকর্ষণীয়, ৭ শতাংশ হারে। এ জন্য বিকাশের গ্রাহকদের কোথাও যেতে হচ্ছে না, কোনো নথিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে না। অ্যাপসের মাধ্যমে নিজেরাই হিসাব খুলছেন। কোনো ভোগান্তি ছাড়াই সঞ্চয়ী হিসাব খুলতে পেরে খুশি গ্রাহকেরাও।

ফাতেমা রকিব প্রথম আলোকে বলেন, ‘আমি যখন ৬০০ টাকা বেতন পেতাম, তখন থেকেই সঞ্চয় করতাম। তবে বিকাশের এই প্রক্রিয়া একদমই সহজ। টাকা জমা দিতে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, এটাই বড় সুবিধা হয়েছে আমার জন্য।’

মুঠোফোনে সঞ্চয় সেবা দিতে গত বছরের সেপ্টেম্বরে বিকাশের সঙ্গে ডিজিটাল সঞ্চয় সেবা চালু করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এ সেবার মাধ্যমে বিকাশ ব্যবহারকারীরা আইডিএলসি ফাইন্যান্সে বিভিন্ন মেয়াদি সঞ্চয় হিসাব খুলতে পারছেন। নতুন ধরনের এ সেবা চালুর মাত্র পাঁচ মাসের মাথায় আমানতকারীদের ভালো সাড়া মিলেছে।

আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠীকে বিভিন্ন মেয়াদি সঞ্চয় সুবিধার আওতায় আনতেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে বিকাশ। শুরুতে কেবল কেওয়াইসি নিবন্ধন আছে, এমন বিকাশ হিসাবধারীরা সেবাটি নিতে পারতেন। তবে ৯ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিকাশ হিসাবধারীর জন্য এই সেবা চালু করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন