দেশ এখন ভীষণ ষড়যন্ত্রের মুখে
বাংলাদেশে নির্বাচন যত নিকটবর্তী হচ্ছে, ততই নানা ধরনের খেলা শুরু হয়েছে। এই খেলায় আওয়ামী লীগ একেবারেই পিছিয়ে। প্রচারযুদ্ধে আওয়ামী লীগ যেন পরাজিত। এখন নির্বাচনে এ দলের কী হাল হয়, তা নিয়ে শঙ্কা বোধ করি। হাসিনা সরকার 'কর্তৃত্ববাদী গণতন্ত্র' প্রতিষ্ঠার পর কোনো কোনো সংবাদপত্র সরকারবিরোধী প্রচারণা প্রায় একেবারে বন্ধ করে ফেলেছিল। এখন নির্বাচন কাছে এসেছে; পত্রিকাগুলো তার স্বরূপে আবির্ভূত হয়েছে। দেশে যত খুনখারাবি ঘটছে; সব দায় সরকারের ওপর চাপিয়ে দিয়ে তারা দীর্ঘ প্রতিবেদন ছাপছে। বিএনপি-জামায়াতের অভিযোগগুলো সত্য হিসেবে প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছে। বাংলাদেশে র্যাবের এক শ্রেণির অফিসার নানা তাণ্ডব করেছে। চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রেও দেখেছি কারও কারও এমন অনৈতিক ভূমিকা। দেশের বুদ্ধিজীবীদের প্রতিবাদের মুখে পরীমণির বিরুদ্ধে সে ষড়যন্ত্র সফল হয়নি।
র্যাবের দায়িত্ব ছিল সন্ত্রাসীদের দমন করা। তারা সে কাজটি সফলভাবে করেছে- সে কথা সমালোচকরা একবারও উচ্চারণ করে না। আমার মতে, সন্ত্রাস দমনের পর দেশের চোর-ডাকাত দমনে র্যাবকে নিযুক্ত করা উচিত হয়নি। এখন দেশে শান্তি প্রতিষ্ঠাকল্পে র্যাবকে নিয়োগের ফলে এ অভিযোগ উঠেছে এবং তা ওয়াশিংটন পর্যন্ত গড়িয়েছে। এখন যে ওয়াশিংটন বিশ্বব্যাপী আগ্রাসী ভূমিকায়; তাকে আমরা ডেকে আনছি নিজ দেশের মানবতা উদ্ধারের জন্য। এর চেয়ে দুর্ভাগ্যজনক ভূমিকা আর কিছুই হতে পারে না। র্যাবের অন্যায়ের বিরুদ্ধে দেশে সাহসী প্রতিবাদ উঠুক। তা না করে একটি বিদেশি রাষ্ট্রের কাছে বিচার চাওয়া কেন? ২০০৪ সালের ২১ আগস্ট যখন ঢাকায় প্রকাশ্য দিবালোকে বিএনপি-জামায়াত সরকারের সহায়তায় ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল, তখন তো আওয়ামী লীগ আমেরিকায় ছোটেনি।
- ট্যাগ:
- মতামত
- জাতীয় সংসদ নির্বাচন