ফাগুনে রঙিন মন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৩
ইটকাঠের জঞ্জালেও হয় আপনহারা প্রাণ, বাঁধন-ছেঁড়া প্রাণ। ঋতুরাজ বসন্তের জন্য এখন আর প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হয় না, ক্যালেন্ডারের তারিখ গুনে শুরু হয় ফাল্গুনের যাত্রা।তারপরও অলক্ষ্য রং লাগে কারণে অকারণে। রাজধানীবাসী একবার হলেও ঢুঁ দেয় শাহবাগ টিএসসির প্রাঙ্গণে।
ফাগুনের রং নিজের করে নিতে অথবা সঙ্গীর মন রাঙাতে ফুল আদান-প্রদানের প্রথা আজকের নয়। একে অপরের কাছে ভালোবাসা প্রকাশের জন্য অথবা সঙ্গীর মনটা খুশিতে ভরিয়ে দিতে ফুলমালা, ফুলের তোড়া ইত্যাদির প্রচলন রয়েছে। আর কয়েক বছর ধরে মাথায় উঠেছে ফুলের চাকতির ব্যবহার।
শাহবাগের ফুলের দোকানে দেখা গেছে বাহারি রঙের ফুল, ফুলের তোড়া ও মালা। কেবল ভালোবাসা দিবসের অপেক্ষায় বসে নেই এই আয়োজন।
- ট্যাগ:
- লাইফ
- পহেলা ফাল্গুন
- বসন্ত উৎসব