লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ কোভিড টিকা সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে এরই মধ্যে লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে।”
“তারপরও আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাইরে গেলেই মাস্ক পড়তে হবে।”
সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।