You have reached your daily news limit

Please log in to continue


দোতলায় যাত্রী আর একতলায় পণ্য, নতুন রকমের ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

ভারতীয় রেলে দোতলা ট্রেন নতুন কিছু নয়। এখন বেশ কয়েকটি ডাবল ডেকার ট্রেন চলে। তবে সেগুলি সবই শুধুই যাত্রিবাহী ট্রেন। এ বার ভারতীয় রেলের যা পরিকল্পনা তাতে এমন ডাবল ডেকার ট্রেন আসবে যার উপরের তলায় থাকবে যাত্রী আর নীচে পণ্য। ইতিমধ্যেই ভারতীয় রেল এমন বগি বানানোর উদ্যোগ নিয়েছে। রেল নিয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পণ্য পরিবহণের ক্ষেত্রে এক নতুন দিনের সূচনা হবে। একই সঙ্গে সে ভাবে জনপ্রিয় না হওয়া ডাবল ডেকার ট্রেন পরিষেবা নতুন রূপ পাবে।রেল সূত্রে জানা গিয়েছে, দেশে প্রথম বার একই সঙ্গে পণ্য ও যাত্রী পরিবহণের জন্য ডাবল ডেকার ট্রেনের জন্য প্রাথমিক ভাবে ১৬০ কোটি টাকা খরচ করে ২০টি বগি তৈরির বরাত দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন