কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সত্যি, ফসলে নেই একরত্তি বিষ!

সমকাল ঈশ্বরদী প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৩

শাকসবজি কিংবা ফল, যে আবাদই হোক না কেন ফসলের মাঠে পড়ে না রাসায়নিক সার। ছিটানো হয় না কীটনাশক। সত্যি সত্যি নেই একরত্তি বিষ! ফলন বাড়াতে তাদের আছে জৈব বালাইনাশক, কেঁচো কম্পোস্ট ও জৈব সার। ফসল আবাদের এমন গল্প পাবনার ঈশ্বরদীর। সেখানকার গ্রামের ২০ চাষির এমন প্রাকৃতিক চাষবাস দেশজুড়ে ছড়িয়েছে সুখ্যাতি।


কিছুদিন আগেও যেসব জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে ফসল আবাদ হতো সেসব জমিতেই এখন চাষিরা বিষ না ছিটিয়ে দিব্যি ভালো ফলন ঘরে তুলছেন। রাসায়নিক সার ও কীটনাশকের পেছনে চাষিরা যে বাড়তি খরচ করতেন সে তুলনায় জৈব সারের ফসল আবাদে এখন খরচ হচ্ছে অনেকটাই কম। শারীরিকভাবে চাষিরাও আছেন আগের চেয়ে বেশ ফুরফুরে। আবার গ্রামে গ্রামে বেশ কয়েকজন কৃষক নিজ বাড়িতে কেঁচো কম্পোস্ট সার তৈরি করে নিজে যেমন আবাদি জমিতে ব্যবহার করছেন, তেমনি অন্য কৃষকদের কাছে তাদের উৎপাদিত জৈব সার বিক্রি করে স্বাবলম্বী হওয়ারও নতুন পথ খুঁজে পেয়েছেন। ইতোমধ্যে কয়েকজন কৃষক শুধু কেঁচো কম্পোস্ট সার তৈরি করে তা থেকে লাখ লাখ টাকা আয় করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও