চতুর্থ মাসেই কমে ফাইজার-মডার্নার বুস্টার ডোজের কার্যকারিতা
ফাইজার ও মডার্নার করোনা টিকার তৃতীয় ডোজের (বুস্টার) কার্যকারিতা টিকা নেওয়ার চতুর্থ মাসের মধ্যেই উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নতুন একটি গবেষণা নিবন্ধে গতকাল শুক্রবার এমন তথ্য জানানো হয়েছে। খবর ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির।
দ্বিতীয় ডোজের পর টিকার কার্যকারিতা কমার প্রমাণিত তথ্য-উপাত্ত থাকলেও বুস্টারের পর সুরক্ষার সময়কাল সম্পর্কে এত দিন তুলনামূলক খুব কম তথ্য ছিল।
২০২১ সালের ২৬ আগস্ট থেকে ২০২২ সালের ২২ জানুয়ারি পর্যন্ত গবেষণাটি করে সিডিসি। হাসপাতালের জরুরি বিভাগে অথবা জরুরি সেবাদানকারী ক্লিনিকে সেবা নিতে এসেছেন এমন ২ লাখ ৪১ হাজার ২০৪ জন রোগীর ওপর গবেষণা চালানো হয়। এ ছাড়া কোভিডের মতো গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি প্রাপ্তবয়স্ক ৯৩ হাজার ৪০৮ রোগী এ গবেষণায় অন্তর্ভুক্ত ছিলেন।