২৫ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

ডেইলি স্টার গদখালী বাজার, ঝিকরগাছা, যশোর প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:২১

বসন্ত বরণসহ ৩টি উৎসবকে ঘিরে ঘুরে দাঁড়িয়েছে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীর ফুলের বাজারে। সব ধরনের ফুলের দাম বেড়েছে এবার। ফলে, করোনার ২ বছর পর হাসি ফুটেছে ফুল চাষিদের মুখে। ধারণা করা হচ্ছে, এবার অন্তত ২৫ কোটি টাকার ফুল বিক্রি হবে।


আজ শনিবার সরেজমিনে দেখা যায়, কাক ডাকা ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে গদখালীর ফুল বাজার। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা ফুলের পসরা সাজিয়ে বেচাকেনা করছেন শত শত ফুল চাষি। কেউ ভ্যান, কেউ সাইকেল বা ঝুড়ির মধ্যে ফুল রেখে ঢাকা ও স্থায়ীয় ব্যবসায়ীদের সঙ্গে দর কষাকষি করছেন। গত দুদিন ধরে ফুলের চাহিদা বাড়তি থাকায় পাইকারি ব্যবসায়ীরা অন্যান্য দিনের চেয়ে বেশি ফুল কিনছেন। চড়া দাম পাওয়ায় ফুল চাষিরাও বাজারে এনেছেন দ্বিগুণ ফুল। উৎসবের এই মাসে ফুল-বেচাকেনায় ব্যবসায়ীদের মনে বইছে উৎসবের আমেজ।


বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সূত্র জানায়, যশোরে ৬ হাজার ফুল চাষি আছেন। ১৫০০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুল চাষ করেন তারা। ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারণ, নির্বাসখোলার বিভিন্ন মাঠে অন্তত ১১ ধরনের ফুলের চাষ হয়। বিস্তীর্ণ মাঠজুড়ে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, কলনডালা, চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল শোভা পাচ্ছে। তবে, সাম্প্রতিক সময়ে শীত প্রধান দেশের ফুল টিউলিপ চাষের মাধ্যমে গদখালীতে যোগ হয়েছে নতুন মাত্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও