আইপিএলের 'মেগা অকশন' কীভাবে হবে, কোন তারকাদের চাহিদা তুঙ্গে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ১৫তম আসরের নিলাম নিয়ে আগ্রহ এবার তুঙ্গে, টুইটারে হ্যাশট্যাগ #IPLmegaAuction উপমহাদেশ তো বটেই বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশে টপ ট্রেন্ডিং। এবারের আইপিএলের বিশেষত্ব হচ্ছে আগের আসর থেকে বেশিরভাগ দলই অল্প কজন ক্রিকেটার ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে, একই সাথে দুটো নতুন দল যোগ হয়েছে এবার।
এতে করে আইপিএলে দলের সংখ্যা দাঁড়িয়েছে দশটি, নতুন যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজ। এবারের আইপিএলের নিলামের বিশেষত্ব হচ্ছে প্রতিটি দল ৩ থেকে ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে এবং এজন্যই এবারের আইপিএলের নিলাম অন্যবারের তুলনায় বেশি আকর্ষণীয়।
শনিবার শুরু হবে দুই দিনের এই মেগা অকশন বা ক্রিকেটারদের নিলাম, চলবে রবিবার রাত অব্দি।