চার মাসেই ইউনিকর্ন থেকে ডেকাকর্ন

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ২২:১০

আমেরিকার সানফ্রান্সিস্কোভিত্তিক ব্লক চেইন প্ল্যাটফর্ম আলকেমি ইউনিকর্ন হওয়ার মাত্র চার মাসের মধ্যেই ডেকাকর্নে পরিণত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সিরিজ সি-ওয়ানের আওতায় এই স্টার্টআপ নতুন ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। ভেঞ্চার বিনিয়োগকারী প্রতিষ্ঠান লাইটস্পিড ও সিলভার লেক এই বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে। এই বিনিয়োগর সময় স্টার্টআপটির মূল্যমান (ভ্যালুয়েশন) ঠিক হয়েছে ১০ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ২০ কোটি ডলার।


কোনো স্টার্টআপের মূল্যমান ১০০ কোটি ডলারের বেশি হলে তা ইউনিকর্ন ও ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারের বেশি হলে তা ডেকাকর্ন হিসেবে অভিহিত করা হয়। এর আগে অক্টোবর মাসে ৩৫০ কোটি ডলার মূল্যের ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার বিনিয়োগ পেয়ে ইউনিকর্নে পরিণত হয়েছিল তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও