লেখার ভুল ঠিক করে দিয়ে তারা দুজন এখন বিলিয়নেয়ার!

www.tbsnews.net প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২

গ্রামারলির দুই প্রতিষ্ঠাতা ম্যাক্স লিটভিন (ডানে) ও অ্যালেক্স শেভচেঙ্কো | ছবি: গ্রামারলি
ব্র্যাড হুভার চান, মানুষ যেন ত্রুটিমুক্ত, কুম্ভীলকবৃত্তিমুক্ত ইংরেজি লেখে। কারও ইংরেজি লেখায় যেন ব্যাকরণগত কোনো ভুল না থাকে। 


পেশায় তিনি শিক্ষক বা রাজনীতিবিদ নন। ৪৩ বছর বয়সি হুভার ছিলেন ভেনচার ক্যাপিটালিস্ট (নতুন উদ্যোগে বিনিয়োগকারী)। বর্তমানে তিনি স্যান ফ্রান্সিসকোভিত্তিক গ্রামারলি ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লেখার মান বৃদ্ধি ও ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে।


২০০৯ সালে গ্রামারলির পত্তন। প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা এখন ৬০০-র বেশি। বর্তমানে বিশ্বজুড়ে এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ মিলিয়ন। প্রতিষ্ঠানটি প্রতি বছর ১৪ ট্রিলিয়ন শব্দ বিশ্লেষণ করে। পৃথিবীর যেসব অঞ্চলে ইংরেজি মূল ভাষা নয়, সেখানে গ্রামারলির বিস্তৃত হওয়ার সুযোগ সবচেয়ে বেশি রয়েছে বলে জানান হুভার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত