ফরিদপুরে সংবাদ সম্মেলন করে রাজনীতি না করার ঘোষণা বিএনপি নেতার
ফরিদপুরে ছোট ভাইসহ দল থেকে পদত্যাগ করে ‘আপাতত’ রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির এক নেতা। আজ শুক্রবার সকালে ফরিদপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
‘আপাতত’ বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়া এই নেতার নাম হাবিবুর রহমান (৫৪)। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ছিলেন, ওই পদ থেকে তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।