![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F941a9031-fe3c-42cb-ae65-b6a60b8bcbde%252FWhatsApp_Image_2022_02_11_at_2_11_25_PM.jpeg%3Frect%3D0%252C0%252C999%252C562%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শুটিং সেট থেকে তাঁরা কে কি নিয়ে গেছেন
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫২
শুটিং করতে করতে তারকাদের শুধু নিজের চরিত্রের সঙ্গে নয়, সেটের নানান বস্তুর সঙ্গেও প্রেম হয়ে যায়। তাই তাঁরা অনেক সময় বিনা দ্বিধায় সেট থেকে সেসব বস্তু নিজের বাড়ি নিয়ে যান। এতে পরিচালক বা প্রযোজকও বাধা দেন না।
কিছুদিন আগে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা ফাঁস করেছিলেন যে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবির সেট থেকে বেশ কিছু দক্ষিণি শাড়ি ‘চুরি’ করে নিজের বাসায় তিনি নিয়ে এসেছিলেন। এই ছবিতে তাঁকে দক্ষিণি শাড়ি আর ভারী অলংকার গায়ে দক্ষিণি কন্যা ‘মীনাক্ষী’ রূপে দেখা গেছে। শুটিং চলাকালে শাড়িগুলোর প্রেমে পড়ে গিয়েছিলেন সানিয়া। তবে সানিয়ার আগে একাধিক বলিউড নায়িকা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। এবার দেখে নেওয়া যাক কোন বলিউড নায়িকা সেট থেকে কোনো জিনিসটা তুলে নিয়ে এসেছিলেন।
- ট্যাগ:
- বিনোদন
- শুটিং
- ছবির শুটিং