গ্যালারিতে বসে বিখ্যাত চিত্রকর্মে চোখ এঁকে দিলেন প্রহরী
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮
রাশিয়ার একটি আর্ট গ্যালারিতে থাকা সোভিয়েত আমলের বিমূর্ত, মানুষের মুখমণ্ডলের অবয়বের চোখহীন একটি চিত্রকর্মে চোখ এঁকে দিয়েছেন এক প্রহরী। চাকরির প্রথম দিনেই এ কাজ করেন তিনি।
আনা লেপোস্কায়ার আঁকা ‘থ্রি ফিগার্স’ চিত্রকর্মটি রাখা ছিল রাশিয়ার ইয়েলস্তিন সেন্টারে। ডিসেম্বরে ওই গ্যালারিতে গিয়ে দু’জন প্রথম লক্ষ্য করেন যে এতে বল পয়েন্ট দিয়ে চোখ আঁকা হয়েছে।