গ্যালারিতে বসে বিখ্যাত চিত্রকর্মে চোখ এঁকে দিলেন প্রহরী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮

রাশিয়ার একটি আর্ট গ্যালারিতে থাকা সোভিয়েত আমলের বিমূর্ত, মানুষের মুখমণ্ডলের অবয়বের চোখহীন একটি চিত্রকর্মে চোখ এঁকে দিয়েছেন এক প্রহরী। চাকরির প্রথম দিনেই এ কাজ করেন তিনি।   


আনা লেপোস্কায়ার আঁকা ‘থ্রি ফিগার্স’ চিত্রকর্মটি রাখা ছিল রাশিয়ার ইয়েলস্তিন সেন্টারে। ডিসেম্বরে ওই গ্যালারিতে গিয়ে দু’জন প্রথম লক্ষ্য করেন যে এতে বল পয়েন্ট দিয়ে চোখ আঁকা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে